• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি দেখা দিয়ে-ফের কড়া রোদ,আকাশ মেঘাচ্ছন্ন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে নামল স্বস্তির বৃষ্টি। তীব্র দাবদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হচ্ছে নগরীর বিভিন্ন জায়গায়। বৈশাখের তীব্র দাবদাহে ওষ্ঠাগত জনজীবন। গরমে অতিষ্ঠ মানুষ অপেক্ষা করছিল একটুখানি বৃষ্টির। অবশেষে নেমে এলো সেই স্বস্তির বৃষ্টি। তবে ১০ থেকে ১৫ মিনিট পরেই নিল বিদায়। নগরের আগ্রাবাদ, পতেঙ্গা, হালিশহর, নিউমার্কেট, মাদারবাড়ি, চাক্তাই, বাকলিয়া, বহদ্দারহাট, অক্সিজেন, কর্নেল হাট, কাট্টলীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এখন আবার আগের মত কড়া রোদ আকাশে তবে চট্টগ্রামের কোন কোন এলাকায়  আকাশ হালকা  মেঘাচ্ছন্ন।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক বলেন, চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল পর্যন্ত আমরা ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি। আজ দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads